ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ:
বিপ্লবের শত্রুরা বিকৃতি এবং মিথ্যাচার করে: আব্দুর রাহিম মুসাভি
-
মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রাহিম মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ দৃঢ়তার সঙ্গে বলেছেন: বিপ্লবের শত্রুরা ব্যাপক বিকৃতি ও মিথ্যাচার করে।
মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রাহিম মুসাভি আজ তেহরানে ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফ আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন। পবিত্র প্রতিরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা পর্যালোচনা বিষয়ক ওই সেমিনারে তিনি আরও বলেন:
বিপ্লবের শত্রুরা অতীত ও বর্তমান সম্পর্কে বিকৃত এবং মিথ্যা প্রচারণা চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অর্থসহ সর্বপ্রকার হাতিয়ারকে তারা কাজে লাগিয়ে ওই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মুসাভি মন্তব্য করেন।
বার্তা সংস্থা ইরনা জানায়, মুসাভি আরও বলেন: ভবিষ্যতে দৃঢ় পদক্ষেপ নিতে হলে অতীতকে সঠিকভাবে বুঝতে হবে এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেন: চিন্তা-চেতনা ও বিশ্বাস লুটকারীর অভাব নেই। শত্রুদের কাছ থেকে তাই সত্য ও বাস্তবতার কথা শোনার কোনো সুযোগ নেই।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এই সম্মেলন আয়োজনের কারণ উল্লেখ করে মেজর জেনারেল মুসাভি বলেন: যুদ্ধের শিল্প জ্ঞান-বিজ্ঞান, সৃজনশীলতা এবং সাহসিকতা ও বীরত্বের ওপর নির্ভরশীল। এই জ্ঞান বলতে বোঝায়-তাঁর ভাষায়-কারিগরি, প্রযুক্তি ও তথ্যগত জ্ঞান। আর সৃজনশীলতার মানে নতুন নতুন উদ্ভাবনী এবং বুদ্ধিমত্তা বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।