আত্মসমর্পণ নয়, প্রতিরোধ অব্যাহত থাকবে: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i114698-আত্মসমর্পণ_নয়_প্রতিরোধ_অব্যাহত_থাকবে_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের প্রথম থেকে এ পর্যন্ত সব সময় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এসেছে। আজ (মঙ্গলবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে দেশের সেরা মেধাবীরা সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১৯, ২০২২ ১৫:৪৯ Asia/Dhaka
  • আত্মসমর্পণ নয়, প্রতিরোধ অব্যাহত থাকবে: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের প্রথম থেকে এ পর্যন্ত সব সময় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এসেছে। আজ (মঙ্গলবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে দেশের সেরা মেধাবীরা সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমারা বলে এসেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান পতনের মুখে রয়েছে। তারা এ বিষয়ে সময়সীমাও ঘোষণা করেছে। প্রতি বারই বলেছে এক মাস পর, এক বছর পর অথবা পাঁচ বছর পর ইসলামি প্রজাতন্ত্রের আর অস্তিত্ব থাকবে না। দেশের ভেতরে কেউ কেউ অজ্ঞতার কারণে অথবা বিদ্বেষবশতঃ এসব দাবি ও কথাবার্তা ছড়িয়েছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেছেন, 'আমরা আত্মসমর্পণ করিনি এবং প্রতিরোধ গড়ে তুলেছি। ইনশাআল্লাহ আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।'

ইসলামি বিপ্লব পরবর্তী ইরান সম্পর্কে পশ্চিমাদের অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, ৪০ বছর আগের ইরানের অথবা ২০ বছর আগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান কোথায় ছিল। এভাবে তুলনা করলেই বোঝা যায় পশ্চিমাদের ব্যাখ্যা অবাস্তব।  

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সাম্রাজ্যবাদীদের আধিপত্যের সামনে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়। 

তিনি আরও বলেন, বিশ্বের গুন্ডা টাইপের শক্তিগুলোর লক্ষ্য হচ্ছে আধিপত্য বিস্তার করা। কিন্তু এক্ষেত্রে তাদের উপকরণগুলো কী? তারা কখনো অস্ত্র, কখনো গায়ের জোর, কখনো প্রতারণার কৌশল ব্যবহার করছে এবং কখনো জ্ঞান-বিজ্ঞানকে ব্যবহার করছে। তারা জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমেও আধিপত্য বিস্তার করে। 

তিনি আরও বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো আধিপত্য ঠেকিয়ে দেয় অর্থাৎ আপনি যদি দেশের জ্ঞান-বিজ্ঞানের পর্যায়কে উন্নীত করতে পারেন তাহলে আপনি শত্রুর আধিপত্যের সামনে একটা বাধা সৃষ্টি করতে সক্ষম হলেন।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।