‘আঞ্চলিক সীমান্তে যেকোনো ধরনের পরিবর্তন আনার ঘোর বিরোধী তেহরান’
https://parstoday.ir/bn/news/iran-i114768
আর্মেনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক দেশগুলোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে যেকোনো ধরনের পরিবর্তন আনার ঘোর বিরোধী তেহরান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২১, ২০২২ ০৬:৫৪ Asia/Dhaka
  • দুই পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন
    দুই পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন

আর্মেনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক দেশগুলোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে যেকোনো ধরনের পরিবর্তন আনার ঘোর বিরোধী তেহরান।

তিনি বৃহস্পতিবার ইয়েরেভানে স্বাগতিক আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।মির্জোইয়ানের আমন্ত্রণে একটি রাজনৈতিক প্রতিনিধিদল নিয়ে আর্মেনিয়া সফরে গেছেন আব্দুল্লাহিয়ান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক দেশগুলোর স্বীকৃত সীমান্ত লঙ্ঘনের ‘ঘোর বিরোধী’ ইরান। এটিকে ইরানের ‘মৌলিক নীতি’ বলেও উল্লেখ করেন আব্দুল্লাহিয়ান। এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইরান-আর্মেনিয়ান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রধান জর্জ পাপুইয়ান তেহরান সফরে এলেও ইরানের একই অবস্থানের কথা তুলে ধরেছিল তেহরান।

নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার আরেকটি রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করলেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে নাগরনো-কারাবাখ অঞ্চলকে আজারবাইজানের অংশ বলে দেখানো হলেও সেখানে জাতিগত আর্মেনিয়ান জনগোষ্ঠী বসবাস করে।

গতমাসে ওই অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুদেশের প্রায় ১০০ সৈন্য নিহত হয়। এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে দু’দেশের মধ্যে ৪৪ দিনব্যাপী যুদ্ধে হাজার হাজার মানুষ বেঘোরে প্রাণ হারায়।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।