সাম্প্রতিক নৈরাজ্যে সিআইএ সর্বাত্মক ভূমিকা পালন করেছে: ইরান
(last modified Sat, 29 Oct 2022 00:31:35 GMT )
অক্টোবর ২৯, ২০২২ ০৬:৩১ Asia/Dhaka
  • সাম্প্রতিক নৈরাজ্যে সিআইএ সর্বাত্মক ভূমিকা পালন করেছে: ইরান

ইরানের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থা- সিআইএ সর্বাত্মক ভূমিকা পালন করেছে। ইরানের শীর্ষস্থানীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র গোয়েন্দা সংস্থা শুক্রবার এক যৌথ বিবৃতি প্রকাশ করে ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা নৈরাজ্যের বিভিন্ন দিক তুলে ধরেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিগত বছরের ধারাবাহিক ও সূক্ষ্ম গোয়েন্দা পর্যবেক্ষণের পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়েছে যে, সাম্প্রতিক সহিংসতার পরিকল্পনা, বাস্তবায়ন ও তা চালিয়ে নিয়ে যাওয়ার পেছনে সন্ত্রাসী মার্কিন সরকারের সর্বাত্মক ভূমিকা ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক সহিংসতায় সিআইএ প্রধান ভূমিকা পালন করলেও ব্রিটিশ, ইসরাইলি ও সৌদি গোয়েন্দা সংস্থাগুলিও এ নিন্দনীয় কাজে অংশগ্রহণ করেছে।  

বাসে আগুন ধরিয়ে সিআইএর পরিকল্পনা বাস্তবায়ন করছে একদল দুস্কৃতকারী

বিবৃতিতে মার্কিন গোয়েন্দা সংস্থার ভূমিকাকে ‘সহিংসতার আগে’, ‘সহিংসতার সময়’ এবং ‘সহিংসতার পরে’ এই তিনভাগে ভাগ করা হয়েছে। এতে বলা হয়েছে, মাহসা আমিনির দুঃখজনক মৃত্যুর ব্যাপারে সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগেই ওই মৃত্যুর অপব্যবহার করে নিজের ‘পূর্ব-পরিকল্পিত’ ষড়যন্ত্র বাস্তবায়নের কাজে হাত দেয় মার্কিন সরকার।

ইরানের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো মাহসা আমিনির দুঃখজনক মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের হীন মার্কিন তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে যখন প্রখ্যাত সৌদি সংবাদিক জামাল খাশোগি কিংবা ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলের পাশবিক হত্যাকাণ্ডের ব্যাপারে আমেরিকা নীরবতা অবলম্বন করেছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ