শক্তিশালী হওয়ার চিন্তাই ইরানের বিরুদ্ধে শত্রুদের সকল রোষের কারণ: রায়িসি
(last modified Sat, 05 Nov 2022 13:11:58 GMT )
নভেম্বর ০৫, ২০২২ ১৯:১১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: শক্তিশালী হওয়ার ইচ্ছাই ইরানের বিরুদ্ধে শত্রুদের সকল দ্রোহের কারণ।

শিক্ষার্থীদের প্রথম 'প্রগতি শিবিরে' প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন: ইসলামী বিপ্লব বিজয়ের ৪৪ বছরে ইরানের অগ্রগতি এখন শত্রুরাও অস্বীকার করতে পারছে না।

বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরেন প্রেসিডেন্ট রায়িসি। ছাত্রদের সঙ্গে ৪ ঘণ্টাব্যাপী বৈঠকে প্রেসিডেন্ট আরও বলেন: ইরান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এইসব অগ্রগতি সম্পর্কে হাতে গোণা কিছু মানুষ ছাড়া অনেকেরই তেমন কিছু জানা নেই। তিনি বলেন: ছাত্ররা এইসব অগ্রগতি দেখে বুঝতে পারবে, যেখানেই বেশি বাধা ছিল, নিষেধাজ্ঞা ছিল, সেখানেই গবেষকদের কল্যাণে বেশি বেশি উন্নয়ন ঘটেছে। শক্তিশালী হওয়ার লক্ষ্যেই এই উন্নয়ন। এই অগ্রগতি আর শক্তিশালী হওয়ার ইচ্ছাই শত্রুদেরকে নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হতে বাধ্য করেছে বলে জনাব রায়িসি বলেন।

সাম্প্রতিক গোলোযোগের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন: নৈরাজ্য আর বিক্ষোভ এক কথা নয়। যারাই নৈরাজ্য ও ত্রাস সৃষ্টির মাধ্যমে নিরাপত্তহীনতা সৃষ্টির চেষ্টা করেছে তাদেরকে মোকাবেলা করা হবে। রায়িসি বলেন, ইরানের বিভিন্ন শহর এখন নিরাপদ। আমেরিকাসহ ইরানের শত্রুরা ভেবেছিল লিবিয়া কিংবা সিরিয়ার মতো ইরানকেও নিরাপত্তাহীন করে তুলবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ