আইআরআইবি ও প্রেস টিভির ওপর নিষেধাজ্ঞা! ইরানিদের অধিকার লঙ্ঘন করেছে আমেরিকা: কানয়ানি
(last modified Sat, 19 Nov 2022 04:42:50 GMT )
নভেম্বর ১৯, ২০২২ ১০:৪২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি ও ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা ইরানি জনগণের অধিকার লঙ্ঘন করেছে। এ অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। 

তিনি গতকাল (শুক্রবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলেছেন, ইরানি গণমাধ্যমগুলোর বিরুদ্ধে এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন বিদেশি ‘সন্ত্রাসী চ্যানেলগুলো’ তাদের প্রচারণায় ইরানের অভ্যন্তরে নৈরাজ্য ও সহিংসতা উস্কে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কানয়ানি বলেন, “সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে ইরানি জনগণের বিরুদ্ধে অপকর্ম করার সুযোগ দেয়ার একই সময়ে ইরানের প্রকৃত চিত্র যাতে বিশ্ববাসী দেখতে না পারে সেজন্য আইআরআইবি ও প্রেস টিভির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। আর এর মাধ্যমে ইরানি জনগণের অধিকার লঙ্ঘন করেছে মার্কিন প্রশাসন।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, স্বাধীনচেতা দেশ ও সরকারগুলোর বিরুদ্ধে আমেরিকার অপরাধযজ্ঞের কোনো সীমা-পরিসীমা নেই। 

ইরানে বিদেশি মদদে চলা সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের সময় ব্রিটিশ রাজা ও সৌদি রাজার অর্থে পরিচালিত কয়েকটি গণমাধ্যম ইরানের ইসলামি শাসনব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালায়। এসব গণমাধ্যম দাঙ্গাকারীদের উস্কে দেয়ার পাশাপাশি ইরানের পরিস্থিতিকে ‘ভয়ঙ্কর’ হিসেবে তুলে ধরার চেষ্টা করে। 

কিন্তু একই সময়ে প্রেস টিভি এসব বিদেশি গণমাধ্যমের অপকর্মের স্বরূপ উন্মোচন করে দেয়ার পাশাপাশি ইরানের প্রকৃত ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। আর এ বিষয়টি আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশকে ক্ষুব্ধ করেছে। এ কারণে গত সপ্তাহে প্রথমে ইউরোপীয় ইউনিয়ন ও পরে মার্কিন প্রশাসন আইআরআইবি ও প্রেস ভিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।#
পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ