তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/iran-i116158-তেহরানে_নিযুক্ত_ব্রিটিশ_রাষ্ট্রদূতকে_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
ব্রিটেনের রাজধানী লন্ডনস্থ ইরান দূতাবাসে হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এই নিয়ে গত দুই মাসে ব্রিটিশ রাষ্ট্রদূতকে চারবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২১, ২০২২ ১০:০২ Asia/Dhaka
  • তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ব্রিটেনের রাজধানী লন্ডনস্থ ইরান দূতাবাসে হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এই নিয়ে গত দুই মাসে ব্রিটিশ রাষ্ট্রদূতকে চারবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন এবং কনস্যুলার সম্পর্ক বিষয়ক ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য ব্রিটিশ  রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের মহাপরিচালক।

সম্প্রতি লন্ডস্থ ইরান দূতাবাস ভবনে একদল দাঙ্গাবাজ হামলা চালায় এবং ইরানের পতাকার অবমাননা করে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক  ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, ইরান দূতাবাসের নিরাপত্তা দিতে ব্যর্থতার কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত ইরান দূতাবাসে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, তিনি তেহরানের প্রতিবাদের কথা লন্ডনকে জানাবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে  না বলেও শেরক্লিফ আশা প্রকাশ করেন।

এর আগে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপমূলক বক্তব্য, ইরানে গোলযোগ ছড়িয়ে দেয়ার কাজে ব্রিটিশ গণমাধ্যমগুলোর ভূমিকা এবং তেহরানের বিরুদ্ধে লন্ডনের নয়া নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে আরো তিনবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।