ইরানের গিলান প্রদেশে শরতের অপরূপ প্রকৃতি
(last modified 2022-11-23T13:48:04+00:00 )
নভেম্বর ২৩, ২০২২ ১৯:৪৮ Asia/Dhaka
  • ইরানের গিলান প্রদেশে শরতের অপরূপ প্রকৃতি

চার ঋতুর দেশ ইরানের প্রকৃতিতে এখন শরৎকাল চলছে। আর এক মাস পরই শীত ঋতু শুরু হবে। শরতে ইরানের প্রকৃতিতে নানা ধরনের বৃক্ষ মনের মাধুরী মিশিয়ে তার নিজস্ব রং উপস্থাপন করে। যেখানেই তাকানো যায় নানা ধরনের গাছের রং-বেরঙের পাতার বাহার লক্ষ্য করা যায়।

শরৎকালে গাছের পাতা পড়ে যাওয়ার কারণে রাস্তা-ঘাট ও বন-জঙ্গল রঙিন হয়ে যায়। প্রকৃতির এই চমৎকার রূপ দেখে মানুষ মোহিত হয়ে পড়ে।

শরতের অপরূপ সাজে সজ্জিত ইরানের গিলান প্রদেশের রাহিমাবাদ অঞ্চলের আশকোরাত এলাকায় অবস্থিত লোলমন বনের কিছু ছবি দিয়ে সাজানো হয়েছে এই গ্যালারি। 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ