ইরানের আরসবারাণ অঞ্চলে শরতে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য
নভেম্বর ৩০, ২০২৩ ১৮:৩৩ Asia/Dhaka
ইরানের কারেদাগ বা আরসবারাণ এলাকাটি পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল । আরসবারাণ পার্বত্য অঞ্চলের প্রতিটি ঋতুর নিজস্ব সৌন্দর্য রয়েছে বিশেষ করে শরৎ ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে এই বনাঞ্চলের নানা রকম গাছগাছালির হলুদ, লাল এবং বাদামী পাতা এলাকাটিকে ঋতুর রাজার মতো করে তোলে।
পার্সটুডে/বাবুল আখতার/১
ট্যাগ