জাতীয় ফুটবল দল জাতিকে খুশি করেছে, তারাও খুশি থাকুক: ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে জাতীয় ফুটবল দলের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরানের জাতীয় ফুটবল দল ইরানি জাতিকে খুশি করেছে। আল্লাহ তাদেরকে খুশি রাখুন।
ইরানের সেচ্ছাসেবী বাহিনী বা বাসিজ দিবস উপলক্ষে তিনি আজ (শনিবার) এই বাহিনীর সদস্য ও কমান্ডারদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।
গতকাল কাতারের আহমেদ আলী বিন স্টেডিয়ামে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে চলমান ফুটবল বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। চলতি বিশ্বকাপে এটি ছিল ইরানের দ্বিতীয় ম্যাচ। যোগ করা সময়ে ওয়েলসের জালে ঝড় তোলে ইরান, তিন মিনিটের ব্যবধানে আসে ২ গোল। ৯৭ মিনিট পর্যন্ত ০–০ স্কোরলাইনের ম্যাচ শেষ মুহূর্তের ঝড়ে সমাপ্ত হয় ইরানের অনুকূলে। তিন মিনিটের ব্যবধানে গোল দুটি করেন রুজবে চেশমি ও রামিন রেজায়িয়ান। ইরানের বিজয়ে দেশজুড়ে আনন্দ-উল্লাস শুরু হয়।
আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে ইসলামি প্রজাতন্ত্র ইরান মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।