ইরানের সঙ্গে খেলার আগেই কি বিশ্বকাপ থেকে বাদ পড়বে আমেরিকা?
(last modified Sun, 27 Nov 2022 13:41:19 GMT )
নভেম্বর ২৭, ২০২২ ১৯:৪১ Asia/Dhaka
  • ইরানের জাতীয় পতাকা
    ইরানের জাতীয় পতাকা

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবমাননা করা হয়েছে। তারা ইরানের জাতীয় পতাকা বিকৃত করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে।

ইরানের পতাকা হিসেবে যে ছবি দেওয়া হয়েছে তাতে 'আল্লাহ' এবং 'লা ইলাহা ইল্লাল্লাহ' নেই। উদ্দেশ্য-প্রণোদিতভাবে বিকৃত এই পতাকা প্রকাশ করা হয়েছে। প্রেসটিভি জানিয়েছে, আমেরিকার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেইজেও একই কাজ করা হয়েছে।

আমেরিকার জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে প্রকাশিত ইরানের বিকৃত পতাকা

 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় ফুটবল ফেডারেশন মার্কিন ফুটবল দলের এই অন্যায় পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা'র কাছে চিঠি পাঠিয়েছে। তারা এই পদক্ষেপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বকাপ পরিচালনার দায়িত্বে থাকা ফিফার কাছে আবেদন জানিয়েছে। ইরান বলেছে, আমেরিকা এই পদক্ষেপের মাধ্যমে ইরানের জাতীয় ও ধর্মীয় পরিচিতির ওপর আঘাত করেছে।

ফিফার গঠনতন্ত্রের ১৩ নম্বর অধ্যায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই সংস্থার কোনো সদস্য দেশের জাতীয় ও ধর্মীয় পরিচিতি ও প্রতীকের অবমাননা করে তাহলে ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠান পরবর্তী অন্তত ১০টি ম্যাচ থেকে বাদ পড়বে। 

এ অবস্থায় ফুটবলপ্রেমীরা বলছেন, ফিফা কি নিজের গঠনতন্ত্র মেনে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে? ইরানের সঙ্গে খেলার আগেই কি দেশটি বিশ্বকাপ থেকে বাদ পড়বে?

আগামী মঙ্গলবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার মাঠে নামার কথা রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ