কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২:
দখলদার ইহুদিবাদী সরকার আরব বিশ্বে চরমভাবে ঘৃণিত: নাসের কানয়ানি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ ইহুদিবাদী ইসরাইলের প্রতি বিশ্ব জনমতের ঘৃণা আর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের মেলায় পরিণত হয়েছে।
নাসের কানয়ানি আজ এক টুইটার বার্তায় আরও লিখেছেন: কোনো কোনো আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি করা হয়েছে তা কোনো কাজে আসে নি। ওইসব চুক্তি ইহুদিবাদীদের ওপর থেকে আরব জাতির ঘৃণা দূর করতে পারে নি। ইরানের এই কূটনীতিক আরও বলেন: ইহুদিবাদী ইসরাইল বিভিন্ন জাতির কাছে চরম ঘৃণা ও বিদ্বেষের পাত্র। বিভিন্ন আরব দেশের ফুটবল দর্শক কাতারে ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমের সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয় নি। খেলার অবকাশে তারা বরং ফিলিস্তিনের প্রতি সমর্থন ঘোষণা করেছে। ইসরাইলি সাংবাদিকরা তাদের মুখোমুখি হলে তারা বলেছে: ইসরাইল নামে কোনো দেশের অস্তিত্ব নেই। তারা যে দেশের ভূখণ্ড দখল করেছে, সে দেশের নাম ফিলিস্তিন।
কাতারি, তিউনিসিয়া, লেবানন এমনকি সৌদি দর্শকরাও ইসরাইলি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয় নি।
তিউনিসিয়ার দর্শকরা তাদের দেশের খেলা চলাকালে ফিলিস্তিনের সমর্থনে প্ল্যাকার্ড বহন করেছে। সেইসব প্ল্যাকার্ড ইসরাইলি মিডিয়াসহ পশ্চিমা মিডিয়াও কভার করেছে।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।