ইরানের সুন্নি আলেম আব্দুল ওয়াহেদের ৩ খুনি গ্রেপ্তার
(last modified Tue, 13 Dec 2022 16:09:04 GMT )
ডিসেম্বর ১৩, ২০২২ ২২:০৯ Asia/Dhaka
  • মৌলভি আব্দুল ওয়াহেদ রিগি (ডানে)
    মৌলভি আব্দুল ওয়াহেদ রিগি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ইমাম হোসাইন (আ.) মসজিদের সুন্নি ইমাম মৌলভি আব্দুল ওয়াহেদ রিগি'র মূল ঘাতকদের গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের মূল হোতা হচ্ছে তিন জন। তারা বিদেশে পালানোর চেষ্টা করছিল। কিন্তু গোয়েন্দা বাহিনীর চৌকস টিমের প্রচেষ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

গত বৃহস্পতিবার প্রদেশের খাশ শহরের ইমাম হোসাইন (আ.) মসজিদ থেকে অপহৃত হন মৌলভি আব্দুল ওয়াহেদ রিগি। এরপর তাকে হত্যা করা হয়।

এই সুন্নি আলেম সব সময় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়েছেন এবং ইরানে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

এর আগে তিনি ইসলামি বিপ্লব ও ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে বিভিন্ন বক্তব্য রেখেছেন।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ