প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের চরম সহিংস আচরণ
বিক্ষোভ দমনে ফ্রান্সের পুলিশকে ধৈর্যধারণ করার আহ্বান জানাল ইরান
-
কানয়ানি
ফ্রান্সের পুলিশ দেশটির রাজধানী প্যারিসে একটি বিক্ষোভ দমন করতে যে সহিংস আচরণ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (শনিবার) এক বিবৃতিতে প্যারিসের সহিংসতা এবং বর্ণবাদী হামলার নিন্দা জানান।
শুক্রবার প্যারিসে এক বর্ণবিদ্বেষী হামলায় তিন কুর্দি নাগরিক নিহত হওয়ার পর শনিবার সেখানে কুর্দিরা বিক্ষোভের ডাক দেয়। ফ্রান্সের পুলিশ চরম সহিংস আচরণ করে বিক্ষোভ দমন করে।
বিবৃতিতে কানয়ানি বলেন, ফ্রান্সে বসবাসরত মানুষের বিশেষ করে মুসলমান, সংখ্যালঘু ও অভিবাসীদের জীবন নিরাপত্তাহীন হয়ে ওঠার ঘটনায় তেহরান গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।
তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন করার ক্ষেত্রে সহিংস আচরণ পরিহার ও ধৈর্যধারণ করতে ফ্রান্সের পুলিশের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি বর্ণবাদী হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সংখ্যালঘু ও অভিবাসী নাগরিকদের সঙ্গে ফরাসি সরকারের বর্ণবিদ্বেষী আচরণ নতুন কোনো বিষয় নয়।ফ্রান্স সরকার বহুবার বিক্ষোভকারীদের দমন করতে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও সহিংস আচরণ করেছে।
২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত প্যারিসে ইয়েলো ভোস্ট বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর ব্যাপক হামলায় অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছিল। ফ্রান্সের অর্থনৈতিক সংকটের প্রতিবাদ ও জনগণের জীবনমান উন্নয়নের দাবিতে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।