বিদেশি সেনা উপস্থিতির বিরোধিতা পুনর্ব্যক্ত করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i117878-বিদেশি_সেনা_উপস্থিতির_বিরোধিতা_পুনর্ব্যক্ত_করলেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইতিবাচক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের সব সমস্যার সমাধান করা সম্ভব।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০২৩ ০৯:৫৮ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইতিবাচক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের সব সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি গতকাল (শনিবার) আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভের সঙ্গে এক টেলিফোনালাপে আঞ্চলিক বিষয়াবলীতে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। নতুন ইংরেজি বছরে আর্থ-রাজনৈতিক বিভিন্ন খাতে ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, পরিবহন, ট্রানজিট ও বাণিজ্যিক সেক্টরে তেহরান বাকুর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে প্রস্তুত রয়েছে। তিনি ইরান ও আজারবাইজানের অভিন্ন নদী আরাসের দূষণ ও পানি প্রবাহ কমে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখার জন্য যৌথ মিডিয়া ওয়ার্কিং গ্রুপ গঠন করার প্রস্তাব দেন।

টেলিফোনালাপে ইরানের সঙ্গে তার দেশের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার জন্য ২০২৩ সালের শুরুতেই দু’দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক করতে চায়।

এর আগে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত অক্টোবরে এক টেলিফোনালাপে আমির-আব্দুল্লাহিয়ান বলেছিলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্মিলিত শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।