তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/iran-i118622-তেহরানে_নিযুক্ত_দক্ষিণ_কোরিয়ার_রাষ্ট্রদূতকে_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে ‘হস্তক্ষেপমূলক’ বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৩ ০৯:৩৮ Asia/Dhaka
  • তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে ‘হস্তক্ষেপমূলক’ বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

 গতকাল (বুধবার) রাষ্ট্রদূত ইউন জ্যাং-হিয়োনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তেহরানের কঠোর প্রতিবাদ জানানো হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সম্প্রতি আবু ধাবি সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করেন।

তিনি দেশটিতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনাদের উদ্দেশে দেয়া বক্তৃতায় বলেন, তার দেশের প্রতি যেমন উত্তর কোরিয়ার হুমকি রয়েছে তেমনি সংযুক্ত আরব আমিরাতও ইরানের পক্ষ থেকে ‘হুমকি’র মুখে রয়েছে। এরপর তিনি ইরানকে সংযুক্ত আরব আমিরাতের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবেও বর্ণনা করেন।

তার ওই ন্যক্কারজনক বক্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ইউনকে তলব করেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী রেজা নাজাফি। তিনি রাষ্ট্রদূতকে বলেন, পারস্য উপসাগরের বেশিরভাগ দেশের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করবে। নাজাফি অবিলম্বে এ বক্তব্যের ব্যাখ্যা দেয়ার জন্য সিউলের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১৯