এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার এবং পরিদর্শকদের বহিস্কার করার হুমকি
https://parstoday.ir/bn/news/iran-i118778-এনপিটি_থেকে_বেরিয়ে_যাওয়ার_এবং_পরিদর্শকদের_বহিস্কার_করার_হুমকি
ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে যে বিল পাস করেছে তার প্রতিবাদে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। তেহরান বলেছে, ইউরোপীয় পার্লামেন্টের ওই রীতিবিরোধী পদক্ষেপের প্রতিবাদে ইরান থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সব পরিদর্শককে বহিস্কার করা হতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৩ ০৯:৪১ Asia/Dhaka
  • এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার এবং পরিদর্শকদের বহিস্কার করার হুমকি

ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে যে বিল পাস করেছে তার প্রতিবাদে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। তেহরান বলেছে, ইউরোপীয় পার্লামেন্টের ওই রীতিবিরোধী পদক্ষেপের প্রতিবাদে ইরান থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সব পরিদর্শককে বহিস্কার করা হতে পারে।

ইউরোপীয় পার্লামেন্ট গত বুধবার একটি বিল পাস করে আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এরপর বৃহস্পতিবার ওই পার্লামেন্ট আরেকটি প্রস্তাব পাস করে তেহরানের ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউ’র প্রতি আহ্বান জানায়।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় রাজনৈতিক নেতারা তাদের আচরণ সংশোধন এবং তাদের কর্মপন্থা পরিবর্তন না করলে যেকোনো কিছু ঘটে যেতে পারে। তিনি এসব রাজনীতিবিদকে ‘কূটনীতিতে অনভিজ্ঞ’ বলে বর্ণনা করেন।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলসহ ইউরোপের কয়েকজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। তারা তাকে এই বলে আশ্বস্ত করেছেন যে, ইউরোপীয় পার্লামেন্ট আইআরজিসি’র বিরুদ্ধে যে বিল পাস করেছে তারা তা বাস্তবায়ন করবেন না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তবে যদি তারা সেটা করেন তাহলে তেহরান এনপিটি থেকে বেরিয়ে যাবে এবং আইএইএ’র পরিদর্শকদের এদেশ থেকে বহিস্কার করা হবে।#

পার্সটুডে/এমএমআই/২৩