জানুয়ারি ৩১, ২০২৩ ১০:৫৪ Asia/Dhaka
  • ইরান তার স্বার্থে যেকোনো আঘাত শক্ত হাতে প্রতিহত করবে: মুখপাত্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানকে হুমকি দিয়ে যে বক্তব্য রেখেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের ‘উস্কানিমূলক বক্তব্যের’ ব্যাপারে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছে।

ব্লিঙ্কেন সৌদি বার্তা সংস্থা আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরান গত গ্রীষ্মে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের সুযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতায় এখন আর ওয়াশিংটনের কোনো আগ্রহ নেই; এর চেয়ে বরং তখন থেকে ঘটে যাওয়া আরো বহু ঘটনার প্রতি বাইডেন সরকারের দৃষ্টি কেন্দ্রীভূত হয়েছে।

সাক্ষাৎকারে ব্লিঙ্কেন আরো বলেন, পারস্য উপসাগরে ইসরাইলসহ আরো কিছু দেশের সঙ্গে আমেরিকার সামরিক মহড়ার উদ্দেশ্য এ অঞ্চলে ভয়ভীতি দেখিয়ে ইরানের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ তৎপরতা বন্ধ রাখা।

তার এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তেহরানের বিরুদ্ধে এ ধরনের উস্কানিমূলক কথাবার্তার আইনগত ও আন্তর্জাতিক দায়িত্ব সম্পর্কে মার্কিন প্রশাসনের সতর্ক থাকা উচিত।এছাড়া, এ ধরনের হুমকির রাজনৈতিক পরিণতি সম্পর্কেও ওয়াশিংটনের পূর্বাপর ভেবে কথা বলা উচিত।

কানয়ানি বলেন, মার্কিন সরকারের ভালো করে জেনে রাখা উচিত, ইসলামি প্রজাতন্ত্র ইরান তার ভূখণ্ডে ও স্বার্থে যেকোনো ধরনের আঘাত শক্ত হাতে প্রতিহত করবে। ইরানের পাল্টা আঘাতে আগ্রাসী শক্তি অনুতপ্ত হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ