ইসলামি বিপ্লবের ৪৪তম বার্ষিকী
ইরানি জনগণকে জাতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস’সহ বিশ্বের বেশ কয়েকজন নেতা ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বার্ষিকী উপলক্ষে এদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ওমানের সুলতান হাইসাম বিন তারিক ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে পাঠানো এক বার্তায় ইরানের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন-আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে তাকে বিপ্লব বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এক শুভেচ্ছা বার্তায় ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জামব্রি আব্দ কাদিরও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি দু’দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনটো মারসুদি ইরানের বিপ্লব বার্ষিকী উপলক্ষে আমির-আব্দুল্লাহিয়ানকে এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকোর মাহসচিব এবং থাইল্যান্ড, হাঙ্গেরি ও তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরাও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় এদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ (শনিবার) ২২ বাহমান মোতাবেক ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয়বার্ষিকী উদযাপিত হচ্ছে। এ দিবসের প্রধান কর্মসূচি সারাদেশে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা। রাজধানী তেহরানের জনগণ শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপ্লবের প্রতীক আজাদি স্কয়ার অভিমুখে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।