ইরানি কূটনীতিক বহিষ্কারের প্রতিক্রিয়া
জার্মানির ঔদ্ধত্যের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে: ইরানি খতিব
-
কাজেম সিদ্দিকি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ (শুক্রবার) জার্মানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। জার্মানির রাজধানী বার্লিনে নিযুক্ত দুই জন ইরানি কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে তিনি এ আহ্বান জানান।
সম্প্রতি ইরানের আদালত সব ধরণের বিচার প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী 'তোন্দার'-এর রিংলিডার জামশিদ শারমাহদকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইরানে একাধিক সন্ত্রাসী হামলা ও বিপ্লব-বিরোধী অভিযানে জামশিদ শারমাহদের সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আদালত ঐ ব্যক্তির বিরুদ্ধে মৃত্যু দণ্ডাদেশ দেওয়ার পরপরই ইরানি কূটনীতিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় জার্মানি।
এ প্রসঙ্গে কাজেম সিদ্দিকি আরও বলেছেন, জার্মান সরকার ও মানবতাবিরোধী কিছু গণমাধ্যম ন্যায়ভিত্তিক আদালতের আদেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জার্মান সরকার বার্লিনে নিযুক্ত ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং কয়েক জন কূটনীতিককে বহিষ্কার করেছে। এ অবস্থায় ইরানি জনগণ চায় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জার্মানির ঔদ্ধত্যপূর্ণ পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেওয়া হোক।
তিনি বলেন, ইরানে ইসলামি বিপ্লব বিজয় লাভের পর থেকেই প্রাচ্য, পাশ্চাত্য ও কথিত শক্তিধর দেশগুলো বিপ্লবের ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। ইরানের বিরুদ্ধে আট বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এখন সাংস্কৃতিক আগ্রাসনের পথ বেছে নিয়েছে ইসলামের শত্রুরা।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।