স্কুলে মেয়েদের ওপর বিষ প্রয়োগের ঘটনা ইরানবিরোধী শত্রুদের হাইব্রিড যুদ্ধের অংশ
https://parstoday.ir/bn/news/iran-i120344-স্কুলে_মেয়েদের_ওপর_বিষ_প্রয়োগের_ঘটনা_ইরানবিরোধী_শত্রুদের_হাইব্রিড_যুদ্ধের_অংশ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, দেশের কয়েকটি শহরের মেয়েদের স্কুলে যে রহস্যজনক বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে তা শত্রুদের ইরানিবিরোধী হাইব্রিড যুদ্ধের অংশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৩, ২০২৩ ১৯:৩২ Asia/Dhaka
  • স্কুলে মেয়েদের ওপর বিষ প্রয়োগের ঘটনা ইরানবিরোধী শত্রুদের হাইব্রিড যুদ্ধের অংশ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, দেশের কয়েকটি শহরের মেয়েদের স্কুলে যে রহস্যজনক বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে তা শত্রুদের ইরানিবিরোধী হাইব্রিড যুদ্ধের অংশ।

গত নভেম্বর মাসে সর্বপ্রথম পবিত্র কোম শহরে প্রায় ৫০ জন ছাত্রী বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। একই ধরনের ঘটনা ঘটেছে কোম, তেহরান, কেরমান শাহ এবং আরদাবিল শহরের কয়েকটি স্কুলে। প্রতিটি ঘটনায় অনেক স্কুলছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে প্রেসিডেন্ট রায়িসি আজ বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে শত্রুরা ইরানের রাস্তায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নামিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে যার মধ্য দিয়ে তারা মূলত রাস্তায় রাস্তায় সংঘাত-সংঘর্ষ এবং অভিভাবকদের মাঝে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে যা দিয়ে শত্রুরা গোলযোগ সৃষ্টি করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩