মার্চ ০৪, ২০২৩ ১০:০৫ Asia/Dhaka
  • রাফায়েল গ্রোসির তেহরান সফর
    রাফায়েল গ্রোসির তেহরান সফর

ইরান শতকরা ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ যে অভিযোগ করেছে সে বিষয়ে আলোচনা করার জন্য সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি তেহরান সফরে এসেছেন। গতকাল (শুক্রবার) তেহরানে পৌঁছেই তিনি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সাক্ষাতের খুঁটিনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে কোনো খবর প্রকাশিত হয়নি। শুক্রবার তেহরান বিমানবন্দরে গ্রোসিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি। বিমানবন্দর থেকে সোজা ইসলামির দপ্তরে চলে যান গ্রোসি। দু’দিনের এ সফরে আজ (শনিবার) গ্রোসি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর আইএইএ’র প্রধানের পদ গ্রহণ করার পর রাফায়েল গ্রোসি এই নিয়ে চারবার ইরান সফরে এলেন। এবার তিনি এমন সময় এ সফরে এলেন যখন আগামী সোমবার আইএইএ’র নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠক হতে যাচ্ছে।

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে তেহরানের সঙ্গে আইএইএ’র কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে। সংস্থাটি ইরানের বিরুদ্ধে সর্বশেষ যে অভিযোগটি উত্থাপন করেছে তা হলো, আইএইএ’র পরিদর্শকরা গত ২২ জানুয়ারি ইরানের ফোরদো পরমাণু স্থাপনায় ৮৩.৭ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেয়েছেন যা ইরানের ঘোষিত মাত্রার চেয়ে অনেক বেশি।মোহাম্মাদ ইসলামি গত বুধবার আইএইএ’র ওই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তার দেশের ঘোাষিত পরমাণু তৎপরতায় কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি।

ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বর্তমানে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। বেসামরিক কাজে ৬০ মাত্রায় সমৃদ্ধ  ইউরেনিয়াম প্রয়োজন হলেও পরমাণু অস্ত্র তৈরি করতে ৯০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। ইরান কয়েক দশক ধরে বলে আসছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা দেশটির নেই।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ