ছাত্রীদের ওপর বিষ প্রয়োগকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: খতিব
https://parstoday.ir/bn/news/iran-i120558-ছাত্রীদের_ওপর_বিষ_প্রয়োগকারীদের_কঠোর_শাস্তি_নিশ্চিত_করতে_হবে_খতিব
তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: বিচার বিভাগের উচিত ছাত্রীদের ওপর বিষ প্রয়োগকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা। বিগত দিনগুলোতে ইরানের কয়েকটি শহরে বেশ কয়েকজন স্কুল ছাত্রী বিষ প্রয়োগের শিকার হয়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১০, ২০২৩ ১৯:২৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: বিচার বিভাগের উচিত ছাত্রীদের ওপর বিষ প্রয়োগকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা। বিগত দিনগুলোতে ইরানের কয়েকটি শহরে বেশ কয়েকজন স্কুল ছাত্রী বিষ প্রয়োগের শিকার হয়েছিল।

ইরানের কয়েকটি স্কুলে ছাত্রীদের ওপর সন্দেহজনক বিষ প্রয়োগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়টি জনমনে যথেষ্ট আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত সোমবার ওই বিষ প্রয়োগের ঘটনাকে সমাজের সবচেয়ে নিরপরাধ শ্রেণী অর্থাৎ কোমলমতি শিশুদের বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছেন। এই ঘটনা সমাজের মানসিক নিরাপত্তাহীনতা এবং পরিবারের জন্য উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

জুমার খতিব ইমাম মাহদির জন্মদিন তথা শবেবরাত উপলক্ষ্যে আরও বলেন: এমন একটি দিন আসবে যখন অহংকারী ও দাম্ভিক সরকারগুলোর কোন খবর থাকবে না। এমন একদিন আসবে যে দিন দখলদার ইসরাইল বলে পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকবে না।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।