আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে তেল আবিব
আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানাল ইরান
-
আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি হামলা
সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক মানবিক রীতিনীতি ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করা হয়েছে। সেইসঙ্গে এই হামলার ফলে পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত জাহরা এরশাদি গতকাল (বৃহস্পতিবার) নিউ ইয়র্কে ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ শীর্ষক এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তেহরানের এ অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনে যখন যুদ্ধের সময়ও বেসামরিক স্থাপনায় হামলা চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তখন ইহুদিবাদী ইসরাইল শান্তির সময়ে সিরিয়ার বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। পূর্ব পরিকল্পিত এই হামলার মাধ্যমে পদ্ধতিগতভাবে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।
ইরানের এই সিনিয়র কূটনীতিক আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল তার আগ্রাসী ও সন্ত্রাসী চরিত্র নিয়ে গত ৭ মার্চ একবার এবং ২২ মার্চ আরেকবার সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর ফলে দু’বারই বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে দিতে হয়েছে।জাহরা এরশাদি বলেন, ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘনকারী এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।