মাহদি আল মাশাতের কাছে পাঠানো বার্তা:
ঐক্য প্রতিষ্ঠায় মুসলিম নেতাদের সচেষ্ট হওয়ার আহ্বান প্রেসিডেন্ট রায়িসির
মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাতের কাছে পাঠানো এক বার্তায় তিনি ওই ঐক্য প্রতিষ্ঠার কথা বলেন।
ওই বার্তায় রায়িসি আরও লিখেছেন: রমজান মাস হলো ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস, স্ব-শিক্ষা এবং জাগতিক বিষয় চিন্তা থেকে মুক্তির মাস। প্রেসিডেন্ট রায়িসি ওই বার্তায় ইয়েমেনসহ সকল মুসলমান বিশেষ করে যারা সত্যের পথে রয়েছে তাদের উন্নতি ও অগ্রগতি কামনা করেছেন। তিনি বলেছেন: মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের উচিত পবিত্র এই রমজান মাসে কুরআনের শিক্ষার আলোকে এ মাসের আধ্যাত্মিকতায় উজ্জীবিত হওয়া। সেইসঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার ব্যাপারেও মুসলিম নেতাদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট রায়িসি।
সকল মুসলমানের উচিত ঐক্যের পথে যৌথ পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করে বিশ্বের বুকে ইসলামের নাম তুলে ধরা। রায়িসি আরও বলেন: এটা স্পষ্ট যে মুসলমানরা বিচ্ছিন্ন থাকলে স্বাধীনতা ও অগ্রগতিসহ ইসলামের সুমহান লক্ষ্য ও আদর্শ অর্জন করতে পারবে না।
ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম জাতির পক্ষে নতুন ইসলামী সভ্যতা সৃষ্টির পথ সুগম হবে বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।