শত্রুরা ইরানী জাতির ঐক্য ও সংহতি সহ্য করতে পারে না: জুমার খতিব
https://parstoday.ir/bn/news/iran-i122526-শত্রুরা_ইরানী_জাতির_ঐক্য_ও_সংহতি_সহ্য_করতে_পারে_না_জুমার_খতিব
তেহরানের জুমার খতিব বলেছেন: ধর্মীয় ব্যবস্থায় জ্ঞান ও অন্তর্দৃষ্টির সমর্থন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৮, ২০২৩ ১৯:২০ Asia/Dhaka
  • শত্রুরা ইরানী জাতির ঐক্য ও সংহতি সহ্য করতে পারে না: জুমার খতিব

তেহরানের জুমার খতিব বলেছেন: ধর্মীয় ব্যবস্থায় জ্ঞান ও অন্তর্দৃষ্টির সমর্থন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তেহরানের জুমার খতিব হোজ্জাতুল-ইসলাম ওয়াল-মুএলমিন সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবু তোরাবিফার্দ আজ জুমার খতবায় ওই মন্তব্য করেন। শহীদ "জানি বেত ওশানার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথ বলেন।  একইসঙ্গে তিনি আয়াতুল্লাহ শহীদ আব্বাস আলী সোলেইমানির প্রতিও সম্মান জানান। তিনি বলেন: শ্রমিকরা হলো জাতীয় কর্তৃত্বের মেরুদণ্ড। শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার উন্নয়ন ঘটাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিশিষ্ট এই আলেম আরও বলেন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধি করে অর্থনৈতিক ক্ষেত্রে ইরানকে তার প্রাপ্য অবস্থানে উন্নীত করা উচিত।

ঈদুল ফিতরের নামাজের সময় দেওয়া সর্বোচ্চ নেতার বক্তব্য উল্লেখ করে জনাব তোরাবিফার্দ আরও বলেন: রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়ে দু'জনের মধ্যে মতভেদ থাকতেই পারে। কিন্তু তা নিয়ে সংঘাতে জড়ানোর কোনো যুক্তি নেই। কিছু কিছু বিষয় যেমন উপেক্ষা করা উচিত তেমনি কোনো কোনো ত্রুটি ক্ষমাও করা উচিত।

তিনি আরো বলেন: শত্রুরা ইরানী জাতির ঐক্য ও সংহতি সহ্য করতে পারে না। তারা চায় একে অপরের সাথে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ুক।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।