ইরানের তেল রপ্তানি শতভাগ বেড়েছে: তেলমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দায়িত্ব নেওয়ার পর দেশের তেল রপ্তানি শতভাগ (দ্বিগুণ) বেড়েছে।
তিনি আজ আরও বলেছেন, গত ফার্সি বছরে তেল শিল্পের সঙ্গে সম্পর্কিত ১২ বিলিয়ন ডলারের প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। চলতি ফার্সি বছরে আরও ১৫ বিলিয়ন ডলারের প্রকল্প সম্পন্ন করা হবে।
তিনি আজ (বুধবার) তেহরানে ২৭তম আন্তর্জাতিক তেল শিল্প মেলা উদ্বোধনকালে এসব কথা বলেন।
তেলমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও এবারের তেল শিল্প মেলা সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। এই মেলায় দেড় হাজার দেশীয় কোম্পানি ও ২০০ বিদেশি কোম্পানি অংশ নিচ্ছে। রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স ও ওমানসহ ১৩টি দেশ এতে অংশ নিচ্ছে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোয়াক আজ মেলা পরিদর্শন করেছেন। ইরানি মন্ত্রী বলেন, রুশ উপ-প্রধানমন্ত্রীর উপস্থিতি থেকেই ইরান ও রাশিয়ার মধ্যে তেল ও গ্যাস ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার প্রমাণ পাওয়া যায়।
ইরানের তেলমন্ত্রী বলেন, তেল ও গ্যাসের রিজার্ভ মিলিয়ে ইরান বিশ্বে এক নম্বর অবস্থানে রয়েছে। বর্তমানে ইরানে রয়েছে উত্তোলনযোগ্য ১৫৪ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল এবং উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হচ্ছে ৩৩ ট্রিলিয়ন ঘনফুট।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।