বদলে যাবে বিশ্বব্যাপী ইরানের ব্যাংকিং ব্যবস্থা
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের শাখা অফিস চালু হলো তেহরানে
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংকের শাখা অফিস খোলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে। রাশিয়া এবং ইরান যখন পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে নানা ধরনের সমস্যা মোকাবেলা করছে তখন দুদেশ ব্যাংকিং খাতে এই সহযোগিতা সম্প্রসারণ করল। এতে আন্ত:ব্যাংক যোগাযোগ তৈরি হবে এবং তহবিল লেনদেনের ব্যবস্থা চালু হবে।
গতকাল (বুধবার) ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা বা টিপিওআই'র চেয়ারম্যান আলী রেজা পেইমান-পাক তার টুইটার পেইজে এই ঘোষণা দেন।
ইরানে রাশিয়ার ভিটিবি ব্যাংকের কর্মকাণ্ড চালু হওয়ায় রাশিয়াসহ ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের সাথে তেহরান ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে সহজেই বাণিজ্যিক লেনদেন করতে সক্ষম হবে। এর ফলে ইরানের কোম্পানিগুলো আন্তর্জাতিক ব্যাংক ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে লেনদেন করার সুযোগ পাবে। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই ব্যাংকের কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত হওয়ায় ইরান ওই অঞ্চলের দেশগুলোর সাথেও আর্থিক লেনদেন বিস্তৃত করতে সক্ষম হবে।
রাশিয়ার এই ব্যাংকের কার্যক্রম চীন, দক্ষিণ আফ্রিকা, ভেনিজুয়েলা এবং আরব লীগের সদস্য দেশগুলোতে বিস্তৃত রয়েছে। ফলে ইরানের ব্যাংকগুলো এ সমস্ত দেশের ব্যাংকিং নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবে।ইউরোপে রাশিয়ার এই ব্যাংকের কার্যক্রম রয়েছে বেলারুশ, কাজাখস্তান, আজারবাইজান, জর্জিয়া এবং সুইডেনে।চলতি বছরের প্রথম দিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফার্জিন জানিয়েছিলেন, রাশিয়া এবং ইরানের কেন্দ্রীয় ব্যাংক সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।