‘প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে হবে’
(last modified Mon, 22 May 2023 02:29:48 GMT )
মে ২২, ২০২৩ ০৮:২৯ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি বিশ্বের প্রতিটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তার সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে উৎসাহ দিয়েছেন।

রোববার মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, তার সরকারের বিগত দুই বছরেরও কম সময়ে এসব দেশের সঙ্গে সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে; কিন্তু তারপরও বিদ্যমান সক্ষমতাগুলো কাজে লাগালে এই সম্পর্ক আরো শক্তিশালী করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে বলেছেন আমাদেরকে তার আরো কাছাকাছি পৌঁছাতে  হবে।

গত শনিবার সর্বোচ্চ  নেতা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতদের এক সমাবেশে ভাষণ দেন। সেখানে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নস্যাৎ করার বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

আয়াতুল্লাহ খামেনেয়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বিশাল সীমান্তের কথা উল্লেখ করে বলেন, প্রতিবেশী  দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখাকে উচ্চ মাত্রায় গুরুত্ব দিতে হবে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ