একক আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ইরান ও ইন্দোনেশিয়া: রায়িসি
(last modified Tue, 23 May 2023 03:21:04 GMT )
মে ২৩, ২০২৩ ০৯:২১ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়া সফরে ইরানের প্রেসিডেন্ট
    ইন্দোনেশিয়া সফরে ইরানের প্রেসিডেন্ট

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। জাকার্তার উদ্দেশে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের প্রাক্কালে তিনি বলেছেন, বিশ্বের ওপর একটি দেশের একক আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ইরান ও ইন্দোনেশিয়া। এছাড়া, এশিয়া অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সমর্থন দিয়ে যাচ্ছে তেহরান ও জাকার্তা।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর আমন্ত্রণে একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে সোমবার রাতে জাকার্তার উদ্দেশে তেহরান ত্যাগ করেন প্রেসিডেন্ট রায়িসি। ইরানের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইরান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তেহরান ছাড়েন রায়িসি।

ইরানের প্রেসিডেন্ট বিমানে ওঠার আগে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পট পরবর্তনে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা অধ্যুষিত ইন্দোনেশিয়ার সঙ্গে ইরানের সুদীর্ঘকালের গভীর সম্পর্ক রয়েছে। রায়িসি বলেন, ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে ৭০ বছর ধরে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। এছাড়া, দু’দেশের মধ্যে রয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। ইরানের প্রেসিডেন্ট বলেন, জাকার্তা  ও তেহরানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বিরাজ করলেও তা যথেষ্ট নয় এবং এই লেনদেন অনেকগুণ বাড়ানো সম্ভব।

ইন্দোনেশিয়া সফরকালে সেদেশের প্রেসিডেন্ট জোকো ইউডোডো ছাড়াও দেশটির পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট রায়িসি।সফরে ইরানি ও ইন্দোনেশিয়ান ব্যবসায়ী, ইন্দোনেশিয়ার চিন্তাবিদ ও বুদ্ধিজীবী এবং প্রবাসী ইরানি নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করবেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ