যেকোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i123722-যেকোনো_দেশকে_সমরাস্ত্র_দেওয়ার_অধিকার_ইরানের_রয়েছে_প্রতিরক্ষামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, যেকোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরণের সীমাবদ্ধতা নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২৩ ১৯:২০ Asia/Dhaka
  • মোহাম্মাদ রেজা আশতিয়ানি
    মোহাম্মাদ রেজা আশতিয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, যেকোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরণের সীমাবদ্ধতা নেই।

তিনি আজ (রোববার) ইরানের বার্তা সংস্থা তাসনিম-কে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন।

আশতিয়ানি বলেন, বিশ্বের যে দেশই ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তার স্বার্থে কাজ করবে সেদেশকেই ইরান সহযোগিতা করবে।

ভেনিজুয়েলার সঙ্গে সামরিক সম্পর্ক ও সেদেশে সমরাস্ত্র রপ্তানির সম্ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানি মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভেনিজুয়েলা হচ্ছে একটি বৃহৎ রাষ্ট্র এবং কৌশলগত অঞ্চলে এটির অবস্থান। এই দেশের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘ দিনের। এই সম্পর্ক ভবিষ্যতেও রক্ষা করা হবে। ইরান প্রয়োজনে অন্যান্য দেশ থেকেও সমরাস্ত্র আমদানি করবে বলে তিনি জানান।

খুব শিগগিরই ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক জঙ্গিবিমান সুখই সু-৩৫ এর প্রথম চালান গ্রহণ করবে বলে জানা গেছে।#

 পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।