বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে সমরাস্ত্র রপ্তানি করতে প্রস্তুত ইরান: চিফ অব স্টাফ
(last modified Thu, 01 Jun 2023 03:58:36 GMT )
জুন ০১, ২০২৩ ০৯:৫৮ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইরান বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং এসব দেশের সঙ্গে সামরিক অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

তিনি গতকাল বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জেনারেল বাকেরি বলেন, বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম তুলে ধরা এবং এসব দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার সুযোগ কাজে লাগানো প্রয়োজন। তিনি বলেন, ইরান পাইকারি দামে বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে সমরাস্ত্র সরবরাহ করার পাশাপাশি যেসব দেশ সমরাস্ত্র কিনবে সেসব দেশের সঙ্গে সব ধরনের সামরিক অভিজ্ঞতা শেয়ার করতেও প্রস্তুত রয়েছে।

এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি রোববার বলেছিলেন, ভেনিজুয়েলাসহ অন্যান্য দেশের কাছে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মেনে চলবে না।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১