ইরানি সেনাপ্রধানের মন্তব্য:
সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায় আঞ্চলিক ঐক্য
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, সন্ত্রাসী ইহুদিবাদী ইসরাইল সরকারের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায় হচ্ছে আঞ্চলিক ঐক্য।
গতকাল (মঙ্গলবার) রাজধানীর তেহরানে ওমানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল আব্দুল্লাহ খামিস আল-রাইসির সাথে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করার ব্যাপারে দখলদার ইসরাইল এবং আমেরিকা যে পরিকল্পনা ঘোষণা করেছে তার নিন্দা জানান জেনারেল বাকেরি।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর এবং সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পরিপূর্ণ ঐক্য এবং সংহতি থাকা প্রয়োজন।
ইরান এবং ওমানের মধ্যকার সম্পর্ককে তিনি ঐতিহাসিক এবং উন্নয়নশীল বলে মন্তব্য করেন। ইরানি সেনাপ্রধান বলেন, “ওমানের সাথে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী এবং স্থিতিশীল তবে চলমান পরিস্থিতিতে সেই সম্পর্ক আরো বাড়াতে হবে।”
বৈঠকে ওমানের সশস্ত্র বাহিনীর চিফ অফিস স্টাফ বলেন, যেহেতু আঞ্চলিক দেশগুলো এই অঞ্চলের মালিক সেক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য ওমান অবশ্যই কাজ করবে। তবে আঞ্চলিক কিছু দেশ বিভেদ সৃষ্টির জন্য কাজ করছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।#
পার্সটুডে/এসআই/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।