দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান চায় ইরান ও আজারবাইজান
-
বাইরামভ (বামে) ও আব্দুল্লাহিয়ান (ডানে)
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আজারবাইজানের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে তার অবসান চায় দুই দেশ। গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং আজেরি পররাষ্ট্রমন্ত্রী যেইহুন বাইরামভ টেলিফোন আলাপে বিদ্যমান ভুল বোঝাবুঝি অবসানের ওপর গুরুত্বারোপ করেন।
দুই মন্ত্রীই ইরান ও আজারবাইজানের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা বলেন।
দুই দেশের শীর্ষ দুই কূটনীতিক পারস্পারিক সম্পর্কের মানের ওপর গুরুত্বারোপ করে বলেন, দুপক্ষের স্বার্থেই পারস্পারিক সম্পর্ক আরো জোরদার হওয়া এবং সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক থাকা উচিত। এজন্য দুই দেশের মধ্যে প্রয়োজনীয় সলাপরামর্শ অব্যাহত রাখা জরুরি।
দু দেশের মধ্যকার মতপার্থক্য দূর করার জন্য টেকনিক্যাল এবং বিশেষজ্ঞ টিমের সফর বিনিময় করা দরকার বলেও দুই মন্ত্রী তাদের ফোনালাপে উল্লেখ করেন। এছাড়া, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গণমাধ্যমের খবরাখবর যাতে সঠিকভাবে উপস্থাপিত হয় সে বিষয়েও প্রয়োজনীয় নজরদারি ও ব্যবস্থাপনার কথা বলেন তারা।
সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও আজারবাইজানের মধ্যকার সম্পর্কে টানাপড়েন চলছে। কোনো কোনো সময় আজারবাইজানের পক্ষ থেকে ইরানের সাথে সম্পর্ক মারাত্মকভাবে অবনতির পদক্ষেপ নেয়া হয়েছে। তবে ইরান সবসময় দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের সম্পর্ক অবনতির জন্য ইহুদিবাদী ইসরাইলের উসকানি ও তৎপরতাকে অনেকটাই দায়ী মনে করে তেহরান।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।