জুন ১৬, ২০২৩ ২২:০৮ Asia/Dhaka
  • ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি
    ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি

ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেছেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি খাতে তার দেশের অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী এই দেশের সম্মান ও রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি করেছে।

আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেছেন। 

প্রযুক্তি, প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রসহ অন্য অনেক ক্ষেত্রেও ইসলামী ইরান বিশ্বের উন্নত দেশগুলোর অন্যতম বলে তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব উল্লেখ করেন। হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সফর প্রসঙ্গে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পাশের খোলা প্রাঙ্গণে তার এই সফরের অনেক বার্তা রয়েছে।

তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক জোরদারের নীতি এবং রিয়াদ ও তেহরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা সম্পর্কে বলেছেন, আজ সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলো এটা বুঝতে পেরেছে যে ইরানের সঙ্গে সম্পর্ক তাদের জন্য নিরাপত্তা, সম্মান ও ক্ষমতার মাধ্যম। অন্যদিকে বিজাতীয় শক্তিগুলো, বিশেষ করে মার্কিন সরকার বুঝতে পেরেছে যে এ অঞ্চলে তাদের কোনো স্থান নেই!     #

পার্সটুডে/এমএএইচ/১৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ