ইরানের সঙ্গে লড়াইয়ের শক্তি ইসরাইলের নেই: ইরানি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i124572
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, ইসলামি ইরানের সঙ্গে লড়াইয়ের শক্তি দখলদার ইসরাইলের নেই। তিনি আজ (রোববার) এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৮, ২০২৩ ১৬:১৭ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে লড়াইয়ের শক্তি ইসরাইলের নেই: ইরানি কমান্ডার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, ইসলামি ইরানের সঙ্গে লড়াইয়ের শক্তি দখলদার ইসরাইলের নেই। তিনি আজ (রোববার) এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।

এই কমান্ডার আরও বলেন- ইসরাইলের বর্ণবাদী নেতারাও এখন এটা স্বীকার করছেন যে তারা ইরানের সঙ্গে শক্তিতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইল বোকামির কারণে ইরানের ওপর ন্যূনতম আঘাত হানলেও বড় পরিসরে এর জবাব দেওয়া হবে।

কিয়োমার্স হেইদারি বলেন, ইরানের সব সীমান্তেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ২৪ ঘণ্টা শত্রুর তৎপরতার ওপর নজর রাখা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ক্ষেত্রেও পদাতিক ইউনিট অত্যন্ত অগ্রগামী বলে জানান এই বাহিনীর কমান্ডার।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন শত্রুর আগ্রাসন মোকাবেলার জন সব ক্ষেত্রেই ব্যাপক অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।