ইরান-তুরস্ক বার্ষিক বাণিজ্য বেড়েছে ১৯ ভাগ
https://parstoday.ir/bn/news/iran-i125084-ইরান_তুরস্ক_বার্ষিক_বাণিজ্য_বেড়েছে_১৯_ভাগ
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্য শতকরা ১৯ ভাগ বেড়েছে। বাণিজ্য বৃদ্ধির এই মাত্রাকে দুই দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুলাই ০৩, ২০২৩ ১২:১৫ Asia/Dhaka
  • ইরান-তুরস্ক বার্ষিক বাণিজ্য বেড়েছে ১৯ ভাগ

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্য শতকরা ১৯ ভাগ বেড়েছে। বাণিজ্য বৃদ্ধির এই মাত্রাকে দুই দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে।

ইরানি কাস্টমস অফিসের তথ্য অনুসারে, গত ফারসি বছরে ইরান ও তুরস্কের মধ্যে ১২৭০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।

গত ফারসি বছরে ইরান থেকে তুরস্কের পণ্য রপ্তানি হয়েছে শতকরা ২৩ ভাগ। এই সময়ে ইরানি ব্যবসায়ীরা তুরস্কে ৭৫০ ডলারের পণ্য রপ্তানি করেছেন। ইরানি কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী, তুরস্ক হচ্ছে ইরানি পণ্যের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ।

অন্যদিকে, তুরস্ক থেকে ইরানে পণ্য রপ্তানির পরিমাণ বেড়েছে শতকরা ১৫ ভাগ। পাশাপাশি তুরস্কও ইরানে তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে উঠে এসেছে। গত ফারসি বছরে দেশটি ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৫২০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

ইরানের ওপর মার্কিন সরকার অন্যায় ও বর্বর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও প্রতিবেশী এই দেশটির সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।