ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতি
তাণ্ডব চালিয়ে নিজের হারানো শক্তি ফিরে পাবে না ইসরাইল
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। এই বর্বরতা অবিলম্বে বন্ধ করতে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। এর আগে সোমবার ওই ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানিয়েছিল তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, জেনিনসহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরাইল তার সামরিক বাহিনী লেলিয়ে দিয়ে যে তাণ্ডবলীলা চালাচ্ছে তার মাধ্যমে নিজের হারানো শক্তি আর কোনোদিন ফিরে পাবে না তেল আবিব।
কানয়ানি বলেন, ইহুদিবাদী সেনাদের আগ্রাসনে মুখে আত্মরক্ষার ‘বৈধ অধিকার’ ফিলিস্তিনিদের রয়েছে। তিনি আরো বলেন, শুধু ফিলিস্তিনিরা নয় ইসরাইলি অভিবাসীরাও এখন আর ইসরাইল প্রতিষ্ঠার কল্পকাহিনী বিশ্বাস করে না।
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে সোমবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরাইলি পাশবিক হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৫