'ইরানি শহীদদের কাছ থেকে শিক্ষা নিয়েছে ফিলিস্তিনিরা'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ফিলিস্তিনিরা ইরানি শহীদদের কাছ থেকে দখলদারদের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলার শিক্ষা নিয়েছে।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন। পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাম্প্রতিক বীরোচিত প্রতিরোধের প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
জুমার খতিব আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের তৈরি চোরাবালিতেই আটকে পড়ছেন। তার জন্য একের পর এক ব্যর্থতা আসতেই থাকবে।
কাজেম সিদ্দিকি সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও-তে ইরানের স্থায়ী সদস্যপদ প্রাপ্তির প্রতি ইঙ্গিত করে বলেন, এটা বর্তমান ১৩তম সরকারের জন্য একটা বড় সাফল্য। এই সাফল্য অর্জনে অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হয়নি।
ইরানের এই অর্জন জাতীয় কল্যাণ ও মর্যাদার সঙ্গে যুক্ত বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।