প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি সই করল ইরান ও বলিভিয়া
https://parstoday.ir/bn/news/iran-i125792-প্রতিরক্ষা_ক্ষেত্রে_চুক্তি_সই_করল_ইরান_ও_বলিভিয়া
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী আজ (বৃহস্পতিবার) তেহরানে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা চুক্তিতে সই করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২০, ২০২৩ ১৮:২৭ Asia/Dhaka
  • আশতিয়ানি (ডানে)
    আশতিয়ানি (ডানে)

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী আজ (বৃহস্পতিবার) তেহরানে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা চুক্তিতে সই করেছেন।

এ সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেন, দক্ষিণ আমেরিকা মহাদেশ অত্যন্ত সংবেদনশীল একটি অঞ্চল। এ কারণে ইরানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে এই অঞ্চল বিশেষ গুরুত্ব পাচ্ছে।

তেহরান সফরকালে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমুন্ডু নভিলো আগুইলার প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের নানা অর্জন সম্পর্কে অবহিত হয়েছেন বলে জানান ইরানি প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক চোরাচালান রোধসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। ইরানের সঙ্গে বলিভিয়ার সহযোগিতা দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোর জন্যও আদর্শ হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার ইরান সফরকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেন- মাদক ও পণ্য চোরাচালান এবং সীমান্তে নিরাপত্তা ইস্যুতে আমাদের দেশে সমস্যা রয়েছে। এসব ক্ষেত্রে ইরানের সহযোগিতা চেয়েছি আমরা। এছাড়া ইরান ও বলিভিয়ার সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও সহযোগিতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাঁচ দিন ধরে ইরান সফর করছেন বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমুন্ডু নভিলো আগুইলার।

 পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।