ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি বৈঠকের আহ্বান জানালো ইরান
(last modified Sun, 23 Jul 2023 11:05:47 GMT )
জুলাই ২৩, ২০২৩ ১৭:০৫ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি বৈঠকের আহ্বান জানালো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক অনুষ্ঠানের ওপর জোর দিয়েছেন।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) দ্বিতীয়বারের মতো সালওয়ান মোমিকা নামের ইরাকি বংশোদ্ভুত সুইডিশ নাগরিক পবিত্র কুরআনের অবমাননা করেছে। সুইডিশ পুলিশের সহায়তায় সংঘটিত ওই সহিংস কর্মকাণ্ডের ফলে মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

সুইডেনের পর এবার ডেনমার্কের একটি উগ্র ডানপন্থী গোষ্ঠী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে কোরআনের একটি কপিতে আগুন দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান তার সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাত সফরকালে দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তি ও সহযোগিতা নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানও পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানান। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আহ্বানের ইরানি প্রস্তাবকে স্বাগত জানান।

তুরস্কও ইতোপূর্বে সুইডেন এবং ডেনমার্কে কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ