মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও
২০২২ সালে ইরানের গ্যাস উৎপাদন ২% বেড়েছে: ওপেক
ইরানের জ্বালানী খাতের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২২ সালে এদেশের প্রাকৃতিক গ্যাস উৎপাদনের পরিমাণ ২% বৃদ্ধি পেয়েছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা- ওপেকের এক পরিসংখ্যানের বরাত দিয়ে আইআরআইবি নিউজ রোববার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ইরানে ২০২২ সালে ২৬২.২৬১ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়েছে যা তার আগের বছর ছিল ২৫৭.১১৯ বিলিয়ন ঘনমিটার। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর ইরান ছিল তৃতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ। একই বছর ইরান চীনের চেয়ে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস বেশি উৎপাদন করেছে বলে ওপেকের পরিসংখ্যানে দেখা গেছে।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ২০২২ সালে রাশিয়ার গ্যাস উৎপাদন ১২.৩% কমে গিয়ে ৬৩০.৭৫৯ বিলিয়ন ঘনমিটারে নেমে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র নিজের গ্যাস উৎপাদন ৩.৭% বাড়িয়ে ১.০০১৫ ট্রিলিয়ন ঘনমিটারে উন্নীত করে। ওপেকের পরিসংখ্যান বলছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বিশ্বে গ্যাসের উৎপাদন ০.১% কমে যায়।
পরিসংখ্যানে আরা দেখা গেছে, ২০২২ সালে ইরানের প্রাকৃতিক গ্যাস রপ্তানিও বেড়েছে। গত বছর ইরানের গ্যাস রপ্তানি ২% বেড়ে ১৮.৭৯ বিলিয়ন ঘনমিটারে উন্নীত হয়। এছাড়া, একই বছর ২০২১ সালের তুলনায় ইরানের অভ্যন্তরীণ গ্যাস ব্যবহারের পরিমাণও ৪.৩% বেড়ে যায়।
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বিগত বছরগুলোতে নিজের গ্যাস উৎপাদন বাড়াতে পেরেছে। ওই নিষেধাজ্ঞায় ইরানের গ্যাস খাতে বিদেশি বিনিয়োগের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইরানের তেল মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান বলছে, দেশটি বর্তমানে দৈনিক ১ বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস উৎপাদন করে।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।