সুইডেন ও ডেনমার্ককে ‘সাংস্কৃতিক বর্বরতা’ থামাতে হবে: ইরান
(last modified Mon, 24 Jul 2023 08:14:52 GMT )
জুলাই ২৪, ২০২৩ ১৪:১৪ Asia/Dhaka
  • সুইডেন ও ডেনমার্ককে ‘সাংস্কৃতিক বর্বরতা’ থামাতে হবে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বলেছেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের অবমাননা করে সুইডেন ও ডেনমার্ক যে সাংস্কৃতিক বর্বরতার নজির স্থাপন করেছে তা বন্ধ করতে হবে। তিনি বলেন, দেশ দুটির সরকারকে এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

আলী বাকেরি বলেন, পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন- যা জ্ঞান ও চিন্তার উৎস, তাতে আগুন দেয়া কোনোভাবেই স্বাধীনতার উদাহরণ হতে পারে না বরং বিশ্ব বিবেকের কাছে এটা আক্ষরিক অর্থে বর্বরতা। নিজেদের দেশে এই ধরনের সাংস্কৃতিক বর্বরতার বিষয়ে সুইডেন ও ডেনমার্ক সরকারের দায়িত্ব রয়েছে। 

aইউরোপের কয়েকটি দেশে পবিত্র কুরআন পোড়ানোর করুণ চিত্র উল্লেখ করে বাকেরি বলেন, ইসলামের এই পবিত্র গ্রন্থের প্রতি এটা সবচেয়ে উগ্র অপমান এবং মুসলমানদের মৌলিক ও অবশ্যসম্ভাবী অধিকারের চরম লঙ্ঘন। বার বার এ ধরনের অপরাধ সংঘটনের মধ্যদিয়ে ইউরোপের দেশগুলোতে সুস্পষ্ট ও পরিপূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে অথচ তারা মানবাধিকার রক্ষার মিথ্যা দাবি করে থাকে।

তেহরান সফররত কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গতকাল (রোববার) এক বৈঠকের সময় এসব কথা বলেন আলী বাকেরি। তিনি বলেন, বিশ্বের সমস্ত সরকার বিশেষ করে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে এই সাংস্কৃতিক বর্বরতা মোকাবেলায় তাদের শক্তি সামর্থ্য নিয়ে রুখে দাঁড়াতে পারে।#      

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ