পরমাণু বিদ্যুৎ উৎপাদন বেড়ে হবে ২০ হাজার মেগাওয়াট: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i126364-পরমাণু_বিদ্যুৎ_উৎপাদন_বেড়ে_হবে_২০_হাজার_মেগাওয়াট_ইরান
ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র সংস্থা মোহাম্মাদ ইসলামি বলেছেন, পরমাণু বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াট করা হবে। এ বিষয়ে গবেষণা সম্পন্ন করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২৩ ১৭:৩৭ Asia/Dhaka
  • মোহাম্মাদ ইসলামি
    মোহাম্মাদ ইসলামি

ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র সংস্থা মোহাম্মাদ ইসলামি বলেছেন, পরমাণু বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াট করা হবে। এ বিষয়ে গবেষণা সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোহাম্মাদ ইসলামি আরও বলেছেন, জাতীয় বিদ্যুৎ গ্রিডে বড় মাপের পরমাণু বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আমাদেরকে প্রথমে সাগর উপকূলের কাছে স্থান নির্বাচন করতে হয়েছে। কারণ বড় বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরগুলো ঠাণ্ডা রাখতে প্রয়োজনীয় পানি প্রাপ্তি নিশ্চিত করা জরুরি। দ্বিতীয়ত, আমাদেরকে ভৌগোলিক ও অবকাঠামোগত অবস্থা বিবেচনায় নিতে হয়েছে। জাতীয় বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত হওয়ার সুযোগ-সুবিধা আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ ছিল। 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সেফগার্ডস ও এনপিটির কাঠামোর ভিত্তিতে আইএইএ'র সঙ্গে সম্পর্ক বজায় রয়েছে। এরই অংশ হিসেবে আইএইএ'র কর্মকর্তাদের সফর অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।