পরাশক্তিকে উপেক্ষা করে ইরান স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে: জেনারেল সালামি
(last modified Sat, 05 Aug 2023 09:14:14 GMT )
আগস্ট ০৫, ২০২৩ ১৫:১৪ Asia/Dhaka
  • জেনারেল সালামি
    জেনারেল সালামি

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার-ইন-চিফ বলেছেন: ইরানের শক্তির মূল কাঠামো অদৃশ্য। আমরা শত্রুদের নিষেধাজ্ঞার মধ্যেই ক্ষমতার অধিকারী হয়েছি বলেও তিনি উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন: ইরানি জাতি পরাশক্তিগুলোর ইচ্ছার বিরুদ্ধে স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-বিভাগ আজ (শনিবার) শত শত নয়া কৌশলগত সিস্টেম এবং সরঞ্জাম উন্মোচন করেছে। আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিসহ একদল সামরিক ও জাতীয় কর্মকর্তার উপস্থিতিতে এগুলো উন্মোচন করা হয়।

আইআরজিসি নৌবাহিনীতে এইসব নতুন সিস্টেম এবং সরঞ্জাম যোগ করার  অনুষ্ঠানে জেনারেল সালামি বলেন: ইরানি জাতি বিরাজিমান অন্যায় ব্যবস্থা সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে শক্তিশালী হওয়ার উপায় খুঁজে পেয়েছে। মর্যাদাপূর্ণ বিজয়ের জন্য জিহাদের লক্ষ্যে সুসজ্জিত হওয়াকে ইরান সম্মানও বীরত্বের গ্যারান্টি বলে মনে করে।

আইআরজিসির কমান্ডার-ইন-চীফ আরও বলেন: আমরা শত্রুর সাথে লড়াই করে এবং তাদের সম্পর্কে জেনেবুঝেই অগ্রসর হয়েছি। কয়েক দশক ধরে হুমকি ও বিপদের মাঠে দাঁড়িয়ে আমরা শক্তিশালী হওয়ার উপায় খুঁজে বের করেছি। প্রকৃতপক্ষে শত্রুরাই ইরানের এই উন্নতির প্রধান কারণ।

মেজর জেনারেল সালামি এ অঞ্চলে শত্রুদের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে বলেন: ইরানের শত্রুদের বিচিত্র শত্রুতা মোকাবিলা করার অত্যাবশ্যকীয় প্রয়োজনে আমাদের দেশের মেধা ও প্রতিভাগুলো কাজে নেমে পড়তে বাধ্য হয়। সেইসব প্রতিভার গবেষণার মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষা ও সামরিক শক্তি আজ নতুন নতুন সামরিক প্রযুক্তি ও সিস্টেমের উন্নয়ন ঘটায়।

জেনারেল সালামি আরও বলেন: আইআরজিসি'র নৌ-ইউনিট এবং সেনা নৌবাহিনী'র নৌ-বিভাগ আমাদের সমুদ্র উপকূলসহ গভীর সমুদ্রে নিয়মিতভাবে উপস্থিত রয়েছে। সমুদ্রের প্রতিটি বিন্দু তাদের নজরদারিতে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। জেনারেল সালামি বলেন: তারা কেবল আমাদের সমুদ্র সীমানাই রক্ষা করে না বরং সারা বিশ্বে ইরানি জাতির স্বার্থ সুরক্ষা করে।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ