প্রতিবাদ জানাতে আবারো ডেনিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i126544-প্রতিবাদ_জানাতে_আবারো_ডেনিশ_রাষ্ট্রদূতকে_তলব_করল_ইরান
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বারবার পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত জাসপার ভাহরকে আবারো তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৭, ২০২৩ ১৮:১৯ Asia/Dhaka
  • পবিত্র কুরআন
    পবিত্র কুরআন

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বারবার পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত জাসপার ভাহরকে আবারো তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে জানান, "বারবার পবিত্র কুরআনের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সকালে ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়।”

কানয়ানি জানান, "ডেনিশ রাষ্ট্রদূতকে অবিলম্বে তার সরকারের কাছে ইরানের প্রতিবাদ পৌঁছে দেয়ার কথা বলা হয়েছে। ইরান আশা করে যে, ডেনমার্ক এমন দায়িত্বশীল পদক্ষেপ নেবে যা এই ধরনের অবমাননাকর কাজের পুনরাবৃত্তি ঠেকাবে।”গত সপ্তাহে একটি চরমপন্থী গোষ্ঠী কোপেনহেগেনে পাঁচটি মুসলিম দেশের দূতাবাসের সামনে পবিত্র কুরআনকে আবারো অবমাননা করে।

এই ধরনরে জঘন্য কর্মকাণ্ড ঠেকানোর জন্য সুইডিশ সরকার কার্যকর ভুমিকা নেবে বলে ইরান আশা করে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন