তেহরানসহ গোটা ইরানে বোমা হামলা তৎপরতা নস্যাতের বিবরণ দিলেন গোয়েন্দামন্ত্রী
(last modified Wed, 22 Jun 2016 05:37:30 GMT )
জুন ২২, ২০১৬ ১১:৩৭ Asia/Dhaka

ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি তাকফিরি সন্ত্রাসীদের কয়েক দফা বোমা হামলার তৎপরতা নস্যাৎ করার বিস্তারিত বিবরণ দিয়েছেন। গোটা ইরানে এ সব বোমা হামলার চেষ্টা করা হয়েছিল।

আলাভি জানান, চলতি মাসের গোড়ার দিকে ধারাবাহিক নিরাপত্তা অভিযান চালিয়ে তেহরান থেকে ১০ তাকফিরি সন্ত্রাসীকে আটক করা হয়। এ ছাড়া, ইরানের মধ্যপ্রদেশগুলো থেকে আরো তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, সন্ত্রাসীরা কয়েকটি ব্যস্ত এলাকায় দূর-নিয়ন্ত্রিত বোমা হামলা, আত্মঘাতী বোমা হামলা এবং গাড়ি বোমা হামলার ষড়যন্ত্র করেছিল। অভিযানের সময়ে নিরাপত্তা বাহিনী বোমা হামলা চালানো হতে পারে এমন ৫০টি স্থান শনাক্ত করে। পাশাপাশি ১০০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ইরানের সন্ত্রাসীদের কাছে অন্তত দুই টন বিস্ফোরক সরবরাহের চেষ্টাও ঠেকিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি সোমবার বলেছেন, পবিত্র রমজান মাসে তেহরানে বোমা হামলার পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরো বলেছিলেন, ইরানে যাই ঘটুক যেকোনো সন্দেহজনক তৎপরতা দ্রুত নির্ণয় করা হয়। ইরানি জনগণ এবং অভিজ্ঞ সংস্থাগুলোর সহায়তায় এটি সম্ভব হয় বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২২

 

ট্যাগ