ইরান ব্রিকসের নির্ভরযোগ্য ও প্রভাবশালী সদস্য হতে পারে
(last modified Wed, 09 Aug 2023 08:51:18 GMT )
আগস্ট ০৯, ২০২৩ ১৪:৫১ Asia/Dhaka
  • ইরান ব্রিকসের নির্ভরযোগ্য ও প্রভাবশালী সদস্য হতে পারে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ব্রিকসের নির্ভরযোগ্য এবং প্রভাবশালী অংশীদার হতে পারে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে ব্রিকসের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।

‘ইরান ও ব্রিকস: অংশীদারিত্ব এবং সহযোগিতার সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারের অনুষ্ঠানে সমাপনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, “বিশ্বের উদীয়মান শক্তি এবং উন্নত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ব্রিকসের জন্ম হয়েছিল। আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে বিশেষ করে জাতিসংঘে আলোচনার ক্ষেত্রে যাতে দরকষাকষির ক্ষমতা বাড়ে সে লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকস আত্মপ্রকাশ করে। বর্তমানে এই সংস্থাটি আন্তর্জাতিক ও আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে শক্তিশালী প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছে। এর মাধ্যমে উন্নয়নশীল বিশ্বের প্রথমবারের মতো কার্যকর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিচয় গড়ে উঠেছে। আমরা বিশ্বাস করি যদি ব্রিকসের পরিধি বাড়ানো হয় যা এখন বাস্তবতা, তাহলে উন্নয়নশীল বিশ্বের সেই পরিচিতি আরো যৌক্তিক এবং বৈশ্বিক হয়ে উঠবে।”

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আত্মবিশ্বাস জোরদার করেছে ব্রিকস এবং আন্তর্জাতিক অঙ্গনে এর কার্যকারিতা বাড়িয়ে তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সামনে সব সময় বহুমুখী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রাখা অগ্রাধিকার পেয়ে এসেছে। এরই অংশ হিসেবে ইরান সাংহাই সহযোগিতা সংস্থা এবং ইউরেশিয়ান ইকোনোমিক ইউনিয়নের সদস্য হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ