এমকেও সন্ত্রাসী রিংলিডাররা কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা করছে
(last modified Sun, 13 Aug 2023 09:04:30 GMT )
আগস্ট ১৩, ২০২৩ ১৫:০৪ Asia/Dhaka
  • এমকেও সন্ত্রাসী রিংলিডাররা কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা করছে

সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেও'র রিংলিডাররা ইউরোপের দেশ আলবেনিয়া থেকে কানাডার অজ্ঞাত স্থানে চলে যাওয়ার পরিকল্পনা করেছে।

গতকাল (শনিবার) কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এ খবর দিয়েছে। পুলিশ এবং দেশটির বিশেষ আদালত দুর্নীতি এবং সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এমকেও সন্ত্রাসী নেতাদের ওপর নানা ধরনের সীমাবদ্ধতা আরোপ করার পর এই পরিকল্পনা নিয়েছে বলে খবর বের হলো। আলবেনিয়ার আশরাফ ক্যাম্পে এসব সন্ত্রাসী নেতারা বসবাস করে আসছে।
নিরাপত্তা সূত্রগুলো তাসনিম নিউজকে জানিয়েছে, এমকেও’র শীর্ষ সন্ত্রাসীরা ধীরে ধীরে আলবেনিয়ার রাজধানী তিরানা থেকে কানাডায় চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সূত্রগুলো বলছে, এমকেও রিং লিডাররা প্যারিসের কাছাকাছি একটি এলাকায় আশ্রয় দেয়ার ব্যাপারে ফ্রান্সকে রাজি করাতে ব্যর্থ হয়েছে। এরপর তারা কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
কানাডায় আশ্রয় পাওয়ার ব্যাপারে দেশটির সরকারকে রাজি করানোর জন্য এমকেও সন্ত্রাসীরা এরইমধ্যে লবিস্ট নিয়োগ করেছে। এরই মধ্যে কানাডা সরকারের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি এসেছে এবং অস্থায়ী পাসপোর্ট নিয়ে তারা কানাডায় বসবাসের অনুমতি পাবে।
ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর এই সন্ত্রাসী গোষ্ঠী ইসলামী সরকারকে উৎখাত করার জন্য ব্যাপক তৎপর হয়ে ওঠে এবং সশস্ত্র কর্মকাণ্ডের মাধ্যমে ইরানের অন্তত ২০ হাজার নাগরিককে হত্যা করেছে। এমকেও সন্ত্রাসী গোষ্ঠীকে পশ্চিমা দেশগুলো শুরু থেকে সমর্থন দিয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।