ব্রিকসের সদস্যপদ লাভের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বললেন রায়িসি
(last modified Fri, 18 Aug 2023 08:26:23 GMT )
আগস্ট ১৮, ২০২৩ ১৪:২৬ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসে ইরানের সম্ভাব্য সদস্যপদ লাভের বিষয়ে সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

বৃহস্পতিবার রাতে এক টেলিফোনালাপে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা করেছেন। ক্রেমলিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

ইরান যখন রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত সংস্থা ব্রিকসের সদস্যপদ লাভের চেষ্টা করছে তখন পুতিনের সঙ্গে রায়িসির ফোনালাপ অনুষ্ঠিত হলো।

বিশ্বব্যাপী পশ্চিমা আধিপত্যবাদ মোকাবিলায় প্রভাবশালী উদীয়মান অর্থনীতির এ দেশগুলোর সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করেন। আগামী ২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন দিনব্যাপী ব্রিকসের পরবর্তী বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৫তম এ শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন।

দক্ষিণ আফ্রিকা বলছে, ইরান, সৌদি আরব, আর্জেন্টিনা ও মিশরসহ বিশ্বের প্রায় ৪০টি দেশ ব্রিকসে যোগ দেয়ার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আবেদন জানিয়েছে। চীন ব্রিকসে ‘সমমনা’ দেশগুলোকে সদস্যপদ দেয়ার পক্ষে মত দিয়েছে। রাশিয়ারও এ বিষয়ে দ্বিমত নেই।

ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেন। তিনি প্রিটোরিয়ায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোরের সঙ্গে সাক্ষাতে ব্রিকসে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদের প্রতি দক্ষিণ আফ্রিকার সমর্থন কামনা করেন। প্যান্ডোর আসন্ন শীর্ষ সম্মেলনে ইরানের প্রতি সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দেন।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ